প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:25 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:34 AM

বিএনপির এমপিদের শূন্য আসনে ৫০ দিনের মধ্যে নির্বাচন

এম এম লিংকন: নির্বাচন কমিশনার মো. আলমগীর সোমবার এ কথা জানিয়েছেন। এই আসনগুলোতে নির্বাচনের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কমিশন বৈঠক করবে এবং সেদিনই আসতে পারে তফসিল ঘোষণা। নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোন আসন শূন্য ঘোষণা হওয়ার পরে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম আছে। তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আছে এক বছরের একটু বেশি, তাই এই উপ- নির্বাচনে আমরা খুব বেশি সময় নিবো না। তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেবো ইনশাআল্লাহ। 

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) সোমবার রংপুর গেছেন। মঙ্গলবারও বাইরে থাকবেন। তারা ফিরে এলে বৃহস্পতিবার হয়তো আমরা অনানুষ্ঠানিক বৈঠকে বসবো। মিনিমাম সময় যেটা দিতে হয় সেটি দিয়েই নির্বাচন করবো। ৯০ দিন অপেক্ষা করবো না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব